রংপুরেের গম চাষী ভাইদের জন্য জরুরী বার্তা : | ই-কৃষক

রংপুরেের গম চাষী ভাইদের জন্য জরুরী বার্তা :

রংপুরেের গম চাষী ভাইদের জন্য জরুরী বার্তা :

গমের ব্লাস্ট একটি ভয়ানক রোগ। একবার গমে আক্রমন করলে শতভাগ ফসল হানী হতে পারে। তাই এই রোগ প্রতিরোধে ফুল আসার আগ দিয়ে “নাটিভো ৭৫ ডব্লিউ জি” বা “নভিটা ৭৫ ডব্লিউ জি” প্রতি ১০ লিটার পরিষ্কার পানিতে ৬ গ্রাম ভালভাবে মিশিয়ে ৫ শতক জমিতে গাছ ভিজিয়ে স্প্রে করুন। তার ১২ থেকে ১৫ দিন পর আবার স্প্রে করুন। দানা বাঁধা অবস্থায় যদি বৃষ্টি বা ঘন কুয়াশা হয় সে ক্ষেত্রে আরো একবার স্প্রে করতে হবে।
স্প্রে করার সময় ক্ষেতের আইলের উপরও স্প্রে করতে হবে।
রংপুর জেলার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাগনকে এব্যাপারে জরুরীভাবে কাজ করার জন্য ও কৃষকদের অবহিত করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

সূত্র: স. ম. আশরাফ আলী
উপপরিচালক, কৃষি সম্প্রসারন, রংপুর।

Leave a Reply