eXtension.org.bd | ই-কৃষক
extension

eXtension.org.bd

এক্সটেনশন বিডি এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যেটা গবেষক, সম্প্রসারণ কর্মকর্তা, শিক্ষাবিদ, নীতি নির্ধারক, স্টেকহোল্ডারের প্রতিনিয়ত  জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি, গণমাধ্যম, উন্নয়ন সংস্থা, এনজিও ইত্যাদির মাধ্যমে কৃষি ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহার ত্বরান্বিত করে এই খাতকে আরও দ্রুত বর্ধনের জন্য কাজ করছে।

বাংলাদেশ ইন্সটিটিউট অফ আইসিটি ইন ডেভেলপমেন্ট (বিড) ২০০৮ সাল থেকে কৃষি ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা দানের  মাধ্যমে  সামাজিক ও  অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে।

এটা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে যে, সম্মিলিত তথ্য প্রযুক্তি  ভিত্তিক সেবা প্রদান অনেক বেশি কার্যকর এবং কৃষি ক্ষেত্রে দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারে।  ই কৃষক, বিভিন্ন তথ্য প্রযুক্তি   ভিত্তিক সফল উদ্যোগের মধ্যে একটি।

বাংলাদেশ ইন্সটিটিউট অফ আইসিটি ইন ডেভেলপমেন্ট (বিড) এর লক্ষ্য,  তথ্য প্রযুক্তির গুরুত্বপূর্ণ ব্যবহারের মাধ্যমে সরকারি ও বেসরকারি উভয় খাতের অবদান রাখা যার মাধ্যমে কৃষি সম্প্রসারণ সেবা  এগিয়ে যাবে।এই উদ্যোগের মাধ্যমে, বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে,  স্টেকহোল্ডাররা কৃষি সম্বন্ধে শিখতে পারবে, প্রচার করতে পারবে। এক্সটেনশনের দক্ষ পরিসেবার মাধ্যমে শক্তিশালী নেটওয়ার্কিং তৈরি হবে যার মাধ্যমে সঠিক কৃষি ব্যাবস্থাপনা আরও  উন্নত এবং বৃহত্তর হবে।  কৃষি ক্ষেত্রে এই  তথ্য প্রদান করার কার্যক্রম  “এক্সটেনশন” হিসাবে পরিচিত যা গতিশীল এবং মানসম্পন্ন ক্ষেত্র হিসেবে রুপান্তরিত করা হবে।  বস্তুত, এই অনলাইন প্ল্যাটফর্ম www.extension.org.bd হিসেবে পরিচিত যেটা বিভিন্ন বেসরকারী এবং অ – পেশাদারী এক্সটেনশন প্ল্যাটফর্মের মাধ্যমে সারা দেশে সমন্বয় সাধন করবে।  এই উদ্যোগ এখন আরও দ্রুত এবং নিয়মিত ভাবে সর্বাধুনিক এক্সটেনশন সম্পর্কিত তথ্য প্রদান এবং এ  ক্ষেত্রে গবেষণা সম্ভব করেছে। এছাড়া কৃষকদের বিভিন্ন প্রয়োজন পূরণ করার লক্ষ্যে নিন্মলিখিত সেবা সমূহ প্রদান করছেঃ

আলোচনা মঞ্চ(Discussion Forum) সুবিধা

  • নতুন উদ্ভাবন   (গবেষণা ও উন্নয়ন)
  • উপদেষ্টা – বৃত্তি
  • বিষয়বস্তু তৈরি ও প্রদান করা
  • জ্ঞান ও দক্ষতা উন্নয়ন
  • জ্ঞানের আদান প্রদান
  • নেটওয়ার্কিং এবং পার্টনারশিপ
  • মনিটরিং ও মূল্যায়ন