বাতিঘর | ই-কৃষক
batighar

বাতিঘর

একটি আধুনিক অনলাইন কৃষি তথ্য সেবা কেন্দ্র হচ্ছে বাতিঘর, যেটি BIID প্রবর্তিত একটি মডেল টেলিসেন্টর। উপযুক্ত স্থান নির্বাচনের পর উদ্যোক্তা  BIID এর নিয়মাবলী অনুসরণ করে  ফ্রেঞ্চাইজ নেটওয়ার্কের ভিওিতে চাইলেই একটি বাতিঘর মডেল টেলিসেন্টার স্থাপন করতে পারেন। যার মাধ্যমে তিনি কৃষককে কৃষি তথ্য ও পরামর্শ দেবেন। উদ্যোক্তার প্রচার কাজকে সহাজ করা জন্যে BIID থেকে ব্যানার, ফ্লায়ার ইত্যাদি দিয়ে সহায়তা করা হয়ে থাকে। উদ্যোক্তা BIID প্রবর্তিত তথ্য ও পরামশ সেবা ই-কৃষক, ১৬২৫০, মার্কেট লিংকেজ প্রোগ্রাম (MLP), ফার্মবুক  ইত্যাদি কৃষকদের মধ্যে পরিচিত করাবেন । এ ক্ষেত্রে বাতিঘরের মাধ্যমে BIID উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী তথ্য ও পরামর্শ দেয়া, গবেষনা, সেবার কার্যকারীতা, নুতন আইডিয়ার কার্যকারীতা, মাঠ প্রদর্শনীর মাধ্যমে কার্যপ্রাণালী প্রদর্শন করার পাশাপাশি পরিসেবা গ্রহনকারী কৃষকদের মাঝ থেকে সাফল্য লাভকারী কৃষকদের নিয়ে সফলতার কাহিনী তৈরী করে অন্যানদেরকেও সেবা সমূহ গ্রহনে আগ্রহী করছে । এ ছাডা বিভিন্ন প্রোগ্রামের পার্টনার, উৎসাহী প্রতিষ্ঠানসমূহ এবং আমন্ত্রিত অতিথিদের সামনে উপস্থাপনের জন্যে সংরক্ষন করে আসছে। সেবা গ্রহনকারী কৃষককেরা www.ekrishok.com ওয়েব সাইটে তালিকাভুক্ত হয়ে এ সমস্ত ওয়েব সমূহে প্রবেশাধিকার এবং www.ekrishok.com এর ফেসবুক ফ্যান পেইজে উদ্যোক্তা/ সেন্টারকে সংযুক্ত করার সুযোগ পাবেন।