ফার্মবুক | ই-কৃষক

ফার্মবুক

ফার্মবুক পরিচিতিঃ

ফার্মবুক হলো ই-কৃষক কর্মসূচীর একটি ব্যবসা পরিকল্পনা তৈরীর সফটওয়ার। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পর্যবেক্ষন এবং সহায়তা পরিমাপ, ব্যবসা পরিকল্পনা তৈরী এবং ব্যয় পরিমাপ, স্থানীয় এবং জাতীয় বাজারে আয় এর বিভিন্ন ধারা ও মুনাফা করার ক্ষেত্রে মাঠকর্মী ও কৃষকদের সাহায্য করাই হচ্ছে ফার্মবুক এর মূল উদ্দেশ্য।

ফার্মবুক এর প্রথম পাতাঃ image005

ফার্মবুকের ব্যবহারঃ

১. পরিবারের সদস্যদের নিবন্ধন করা।

২. কৃষকদেরকে কৃষক দলে নিবন্ধন করা।

৩. সুনির্দিষ্ট পন্যের লাভজনকতা বিশ্লেষণে কৃষকদের সক্ষম করে তোলা।

৪. ব্যবসা পরিকল্পনা তৈরীতে কৃষক দলকে সক্ষম করে তোলা।

৫. শস্য উৎপাদন পরিকল্পনায় সহায়তা করা।

৬. স্থানীয় প্রতিবেদনে সহায়তা করা এবং কেন্দ্রিয় প্রতিবেদনে তা সমন্বয় করা।

image003

ফার্মবুক কে ব্যবহার করতে পারবে?

১. সুপার ব্যবহারকারী : অবশ্যই বি আ্ই আই ডি এর স্থানীয় প্রকল্পের একজন কর্মচারী হতে হবে।

  • এই ব্যক্তির কাজ কি হবে?:  ব্যবসা পরিকল্পনাকারীদের একাউন্ট তৈরী ও পরিচালনা করা ও

ফার্মবুকের সংশি¬ষ্ট প্রধান উপাত্তগুলো নিশ্চত করা।

  • কোন কোন আইটি প্রয়োজন?: ফার্মবুক সেন্ট্রল এ প্রবেশ করার জন্য ব্যবহারকারীর অবশ্যই ইন্টারনেট সংযোগ এবং বি আ্ই আই ডি এর প্রবেশাধিকার থাকতে হবে।

২. সম্প্রসারন কর্মী/ মাঠকর্মী /ব্যবসা পরিকল্পনাকারী : সিআরএস সহযোগী প্রতিষ্ঠান থেকে কৃষি প্রকল্পে কর্মরত মাঠকর্মী ।

  • এই ব্যক্তির কাজ কি হবে?:  কৃষক ও তাদের পরিবারকে এবং কৃষক দলকে নিবন্ধন করা ও নিবন্ধনকৃত কৃষকদের জন্য ব্যবসা পরিকল্পনা তৈরী, পরিচালনা করা এবং সমাপ্ত করা এবং মুনাফার মূল্যায়ন করা।

কোন কোন আইটি প্রয়োজন?: ব্যবহারকারীর একটি এইচপি ছোট নেটবুক থাকতে হবে যার মধ্যে ফার্মবুক ক্লাইট থাকবে এবং সমন্বয় করার জন্য কখনো কখনো ইন্টারনেট সংযোগ প্রয়োজনীয়।