সমস্যা: পোকা বেগুন গাছের ডগা ছিদ্র করছে। | ই-কৃষক

সমস্যা: পোকা বেগুন গাছের ডগা ছিদ্র করছে।

সমাধান: সবিক্রন ৪২৫ ইসি প্রতি ১০ লিটার পানিতে ২০ মি.লি. ঔষধ মিশিযে মিশ্রনটি ৫ শতাংশ জমিতে স্প্রে করে ভালোভাবে গাছ ভিজিয়ে দিতে হবে। প্রতি ১৫ দিন পর পর প্রয়োজনীয় সংখ্যক বার স্প্রে করতে হবে।

2 thoughts on “সমস্যা: পোকা বেগুন গাছের ডগা ছিদ্র করছে।

    1. Md Siddique Post author

      মন্তব্যের জন্য ধন্যবাদ। গাছের কোন অংশে কি ধরনের পোকা আক্রমন করেছে দয়া করে তা পরিষ্কার করে লিখুন।

Leave a Reply