মার্কেট লিংকেজ | ই-কৃষক

মার্কেট লিংকেজ

মার্কেট লিংকেজ প্রোগ্রাম (এম.এল.পি)

মার্কেট লিংকেজ প্রোগ্রাম (এম.এল.পি)


মার্কেট লিংকেজ প্রোগ্রাম (এম.এল.পি) হল একটি বিশেষ বাজার ব্যবস্থা যার মাধ্যমে অনলাইনে ক্রেতা ও বিক্রেতাগন উৎপাদিত কৃষি পণ্য ক্রয়-বিক্রয় করতে পারবেন। এম.এল.পি’র মূল লক্ষ্য তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি বাজার ব্যবস্থাপনার আধুনিকায়ন ও মান উন্নয়ন যাতে সংশ্লিষ্ট সকলে লাভবান হতে পারেন। এর মাধ্যমে ক্রেতা-বিক্রেতাগন স্থানীয় বাজার ছাড়াও দেশব্যাপি যে কোন বাজারের সাথে সংযুক্তি হতে পারবে ও পণ্য ক্রয়-বিক্রয় করা যাবে। বিক্রেতাগন ক্রেতার চাহিদা ও পণ্যমূল্য সম্পর্কে জানতে পারবে। ক্রেতাগন বিক্রেতার সরবরাহ ও মূল্য সম্পর্কে জানতে পারবে। ক্রেতা-বিক্রেতাগনের মধ্যে সরাসরি দরকষাকষির ব্যবস্থা থাকায় ন্যায্যমূল্য নিশ্চিত হবে। গ্রেডিং সম্পর্কে নির্দেশনা থাকার ফলে পণ্যের গুণগতমান নিশ্চিত হবে এবং অপচয় কমবে। সঠিক মান নিশ্চিতকরণের ফলে অধিক ক্রেতা আকৃষ্ট হবে। কৃষকদের প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ প্রদানের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি হবে।

মার্কেট লিংকেজ এর ধাপসমূহ: কৃষক/বিক্রেতা পোর্টালে রেজিষ্ট্রেশন করবে, এবং স্থানীয় এজেন্ট এর সাথে ট্যাগ হবে অতঃপর উৎপাদিত পণ্যের তথ্য দিবে। ক্রেতা পোর্টালে রেজিষ্ট্রেশন করবে ও ক্রেতা তার চাহিদার তালিকা পোস্ট করবে, সরবরাহ ও মূল্য যাচাই করে, দরকষাকষি করবে এবং অর্ডার করবে। এম.এল.পি হতে ইনভয়েস/চালান তৈরী হবে । ক্রেতা পণ্য গ্রহণ নিশ্চিত করা মাত্র বিক্রেতার একাউন্টে টাকা ট্রান্সফার হবে । বিক্রেতা ব্যাংক অথবা কার্ডের সাহায্যে এটিএম থেকে তার টাকা উত্তোলন করতে পারবে যে কোন সময়। বাংলাদেশ ইনস্টিটিউট অফ আইসিটি ইন ডেভেলপমেন্ট (বিআইআইডি) সুপার এজেন্ট এর সামগ্রিক তত্ত্বাবধায়ন নিশ্চিত করবে।