“আগামীর কৃষক ই-কৃষক” কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান | ই-কৃষক
gp-flash

“আগামীর কৃষক ই-কৃষক” কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান

কৃষি খাতে তথ্য প্রযুক্তির (ইন্টারনেট, মোবাইল ফোন প্রভৃতি) ব্যাবহর বৃদ্ধির মাধ্যমে কৃষক, ক্ষুদ্র ব্যাবসায়ী, সম্প্রসারণ কর্মকর্তা, সার/বীজ/কীটনাশক বিক্রেতা ও সংশ্লিষ্ট সকলের জীবনমান উন্নয়নের লক্ষে বিআইআইডি, গ্রামীন ফোন এবং বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় কৃষি সম্প্রসারন অধিদপ্তর যৌথ ভাবে “আগামীর কৃষক, ই-কৃষক কর্মসূচী” গ্রহন করেছে। গত ১৭ই জুন, ২০১৪, সকাল ১০:০০ ঘটিকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল(BARC), ফার্মগেট, ঢাকা এর অডিটরিয়ামে উক্ত প্রচারণা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিটিআরসির চেয়ারম্যান জনাব সুনীল কান্তি বোস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের আইসিটি ডিভিশনের সচিব জনাব মো: এন, আই, খান, কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব জনাব আনোয়ার ফারুক, গ্রামীন ফোন এর জনাব আরল্যান্ড প্রেস্ট গার্ড, এফএও এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ জনাব মাইক রবসোন, এসিআই এর ডা. এফ এইচ আনসারি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তারের ICT4D এর ডিরেক্টর ড. অনিল দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআইআইডি এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শহিদ উদ্দীন আকবর।কৃষকদের তথ্য প্রযুক্তির ব্যাবহারে উদ্ধুদ্ধ করার লক্ষে এই কর্মসূচী হাতে নেয়া হয়েছে। “আগামীর কৃষক, ই-কৃষক” এমন একটি কর্মসূচী যার উদ্দেশ্য হলো সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও আইডিয়া উদ্ভাবনের মাধ্যমে কৃষি খাতে তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃষক ও সংশ্লিষ্ট সকলের জীবন মান উন্নয়নে সহায়তা করা। আগামী তিন মাস ব্যাপী দেশের ১০০টি স্থানে এই প্রচারণা চালানো হবে যার মাধ্যমে কৃষকেরা মোবাইল ও ইন্টারনেট ব্যাবহার করে কিভাবে কৃষিতে সফলতা আনা যায় সেই ব্যাপারে উদ্ভাবনী পরিকল্পনা প্রদানের একটি প্রতিযোগিতায় অংশ নিবে। আশা করা হচ্ছে তথ্য প্রযুক্তির সেবা গ্রহন থেকে পিছিয়ে পড়া কৃষক জনগোষ্ঠী কৃষিকাজে সফলতা আনতে অনুপ্রাণীত হবে।

2 thoughts on ““আগামীর কৃষক ই-কৃষক” কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান

  1. Online Colleges

    Thanks for your marvelous posting! I truly enjoyed reading it, you’re a great author.I will be sure to bookmark your
    blog and will come back down the road. I want to encourage that you continue your great writing, have a nice afternoon!

Leave a Reply