সংরক্ষিত নীতিমালা | ই-কৃষক

সংরক্ষিত নীতিমালা

বি আই আই ডি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যাবলীর গোপনীয়তা বজায় রাখবে। ব্যবহারকারী তার ব্যক্তিগত কোনো তথ্যাবলী প্রদান না করেও এই ওয়েব সাইটটি দেখতে পারবেন। যদি ব্যবহারকারী তার সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য দিতে ইচ্ছুক থাকেন, সেক্ষেত্রে আমরা সে তথ্যাবলী সংরক্ষণ করব। আমরা সেক্ষেত্রে অন্যান্য সরকারী-বেসরকারী অফিস এবং সংস্থার সাথে এসব তথ্যাবলী বিনিময় করতে পারি। যেসব তথ্যাবলী সংগ্রহ করা হবে তা শুধুমাত্র দাপ্তরিক উদ্দেশ্যে, আভ্যন্তরীণ পর্যালোচনা ও গবেষণার ক্ষেত্রে ব্যবহৃত হবে। বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারকারীর তথ্যাবলী ব্যবহার করা হবে না। কোনো ধরনের আইনী প্রয়োজন যেমন, সার্চ ওয়ারেন্ট কিংবা কোর্ট অর্ডারের ক্ষেত্রে বি আই আই ডি বাংলাদেশ সরকারকে সংশ্লিষ্ট তথ্য সরবরাহ করবে এবং বাংলাদেশ সরকার যে কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে পারে।

ব্যবহারকারী যখন এই ওয়েবসাইটের মাধ্যমে ই-মেইল, কোনো জরিপে অংশগ্রহণ করেন অথবা মতামত প্রদান অথবা যোগাযোগের ক্ষেত্রে কোনো তথ্য প্রদান করে থাকেন সেক্ষেত্রে তার ব্যক্তিগত তথ্যাবলী সংগ্রহ করা সম্ভব হবে। ব্যবহারকারীর প্রশ্নের সঠিক উত্তর প্রদানের জন্য তার তথ্যগুলো অন্যান্য সরকারী এজেন্সি অথবা ব্যক্তির নিকট তা প্রেরণ করা হতে পারে ।

এই ওয়েবসাইটে সরকারী-বেসরকারী বিভিন্ন এজেন্সি বা সংগঠনের সাথে লিংক প্রদান করা হয়েছে। আপনি যখন এই ওয়েবসাইট ব্যতীত অন্য সাইট ব্যবহার করছেন সেক্ষেত্রে নতুন সাইটের গোপনীয়তার নীতিমালা প্রযোজ্য হবে।

কোনো প্রকার নোটিশ ব্যতীত বি আই আই ডি  কর্তৃপক্ষে যেকোনো সময় এই নীতিমালা সংশোধন করতে পারে। অথবা এই ওয়েবসাইটের ব্যবহারকারীগণকে নোটিশের মাধ্যমে জানাতে পারে। যেকোনো তথ্য যা বর্তমান নীতিমালার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছিল তা এসব শর্তাবলী মেনে ব্যবহার করা যাবে। নীতিমালার পরিবর্তনের পর যদি কোনো তথ্য সংগ্রহ করা হয় তা অবশ্যই পরিবর্তিত নীতিমালার আওতায় পালনীয় হবে।