ই-শিক্ষন | ই-কৃষক

ই-শিক্ষন

তথ্য প্রযুক্তির ব্যাবহারের মাধ্যমে দেশের জনগনের একটি বৃহৎ আংশকে প্রযুক্তি ব্যাবহারে দক্ষ করার উদ্দেশ্যে ই-লানিং BIID এর একটি নুতন উদ্ভাবন। শহরের পাশাপাশি গ্রাম অঞ্চলের অধিবাসীদেরকেও এই পরিসেবার আওতায় আনা BIID এর লক্ষ্য। এই পরিসেবার মাধ্যমে উদ্যোক্তা, কৃষি উপকরন ব্যাবসায়ী, কৃষি সম্প্রসারণ কাজে নিয়োজিত মাঠকর্মী এমনকি কৃষকগনও শিক্ষা গ্রহন করতে পারবেন এবং BIID কর্তৃক দেয়া উপদেশগুলো যথাযথভাবে পালন করে কাংখিত লক্ষ্য অর্জন করতে পারবেন। এই সেবাটির মাধ্যমে CIC গুলোকে IES , ফার্মবুক ইত্যাদি ব্যাবহারে প্রশিক্ষণ নিতে পারেন এবং ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রান্তিক কৃষকেরা সরাসরি কথা বলে তাদের সমস্যার একটি টেকসই সমাধান পেতে পারেন।

বাংলাদেশে মুগডালের উৎপাদন বাড়ানোর সহজ পদ্ধতি
Copyright: CIMMYT