Tag Archives: smart farmer smart future campaign prize giving ceremony

smart farmer smart future campaign prize giving ceremony

“আগামীর কৃষক, ই-কৃষক” কর্মসূচিতে অংশগ্রহনকারী বিজয়ীদের পুরষ্কার বিতরণ

বাংলাদেশ ইনস্টিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্ট (বিআইআইডি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও গ্রামীনফোন এর উদ্যোগে আয়োজিত আগামীর কৃষক, ই-কৃষক কর্মসূচিতে অংশগ্রহনকারী বিজয়ীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ৭ এপ্রিল, ২০১৫ মঙ্গলবার সকাল ১০.০০ টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, খামারবাড়ি, ঢাকা-এর সেমিনার হলে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য মন্ত্রী জনাব হাসানুল হক ইনু, এমপি।

মাননীয় মন্ত্রী মহোদয় উল্লেখ করেন আমারা আমাদের কৃষককে ই-কৃষক তখনই বলতে পারবো যখন আমাদের কৃষকরা মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করে কৃষির যাবতীয় বিষয়গুলোকে হাতের মুঠোয় নিয়ে এসে উৎপাদন ও বিপনন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে আর্থসামাজিক ও ডিজিটাল বৈষম্য কমিয়ে নিয়ে আসবে। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার শুধু ঘোষনা দিয়েই থেমে থাকেনি এর বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপসহ একটি কার্যকরী নীতিমাল গ্রহন করেছে। এরই ধারাবাহিকতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঠিক প্রয়োগ আমাদের কৃষিসহ সকল ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। তিনি কৃষির সাথে সম্পৃক্ত সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানকে গ্রাম পর্যায়ে যে সমস্ত প্রতিকূলতা আছে সেগুলোকে চিহ্নিত করে কৃষির একটি সমৃদ্ধ তথ্যভান্ডার গড়ে তোলা এবং বিভিন্ন লগসই প্রযুক্তি গুলো কৃষকের দোড়গোড়ায় নিয়ে যাওয়ার নির্দেশ দেন।

বিআইআইডি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও গ্রামীনফোন এর সহযোগিতায় প্রাথমিকভাবে দেশের ১’শটি স্থান থেকে ১লাখ তরুন কৃষক ও কৃষিপণ্য ব্যবসায়ীদের অংশগ্রহণে ৭’শটি আইডিয়া জমা হয়। এসব আইডিয়াগুলো থেকে সেরা ১০০টি আইডিয়া বাস্তবায়নের জন্য গ্রহন করা হয় এবং এদের মধ্য থেকে আইডিয়া প্রদানকারী, অগ্রসর উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও বিশেষ উদ্যোক্তা-এ ৩ ক্যাটাগরিতে ৯ জনকে পুরষ্কৃত করা হয়। মাননীয় তথ্য মন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

মো. শহীদ উদ্দিন আকবর, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিআইআইডি-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সীড এসোসিয়েশন এর সভাপতি আনিস-উদ-দৌলা, বিটিআরসি’র চেয়ারম্যান সুনীল কান্তি বোস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং) জি.এম আবুজার, উপ-পরিচালক (আইসিটি ম্যানেজমেন্ট) ডঃ অনিল কুমার দাস এবং গ্রামীন ফোনের পরিচালক (যোগাযোগ) মি. মারকোস প্রমুখ।