পটুয়াখালী মুগডাল মেলা ২০১৭ | ই-কৃষক
18076833_1431975770199888_420672062447943318_o

পটুয়াখালী মুগডাল মেলা ২০১৭

পটুয়াখালী মুগডাল মেলা ২০১৭

পটুয়াখালী, ২৩ শে এপ্রিল, ২০১৭ঃ ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা ও সংযোগ বৃদ্ধির লক্ষ্যে আজ ২৩ শে এপ্রিল পটুয়াখালী জেলা ক্রীড়া সংস্থার ব্যায়ামাগারে ‘‘পটুয়াখালী মুগডাল মেলা ২০১৭” অনুষ্ঠিত হয়েছে । মেলায় মুগডাল শষ্যের  উৎপাদন ও বিপননের সাথে জড়িত সকল প্রতিষ্ঠান যেমন, অর্থ লগ্নিকারী, সেবা প্রদানকারী (বীজ, সার, মেশিনারি, ভোক্তা পণ্য, পরিবহন ইত্যাদি), মুগডাল ক্রেতা/মিলার এবং ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীদের নেটওয়ার্ক এসএমই ক্লাব এবং মুগডাল চাষিরা অংশগ্রহণ করেন। মেলার উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক জনাব মোঃ এ কে এম শামিমুল হক সিদ্দিকী। এছাড়া বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের উর্দ্ধতন অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরে আমন্ত্রিত অতিথিগণ মেলা স্টল ঘুরে দেখেন। ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীদের নিয়ে গঠিত এসএমই ক্লাব-এর ব্যবসায় ব্যবস্থাপনা, টেকসই বিপনন ও মূল্য সংযোজন কৌশল-এরমধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে ব্যবসায় প্রসারের লক্ষ্যে মেলার আয়োজন করা হয়। এ ছাড়াও অর্থ ব্যবস্থাপনা, বাজার সংযোগ এবং মুগডাল বিপনন বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি এসএমই ক্লাবের সদস্যদের মাঝে প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে মেলা উপলক্ষে আয়োজিত মুগডাল রেসিপি প্রতিযোগিতার বিজয়ীদেরকে পুরস্কার দেয়া হয়। মেলাটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ইন্সটিটিউট অফ আইসিটি ইন ডেভেলপমেন্ট (বিআইআইডি) এসএমই ক্লাব, পটুয়াখালী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রীজ ( পিসিসিআই) ও ইউএসএআইডি কৃষি সম্প্রসারণ সহযোগিতা কার্যক্রম প্রকল্প। উক্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছে ইউএসএআইডি এগ্রিকালচারাল ভ্যালু চেইনস প্রকল্প।

Leave a Reply