কার্যকরী ছত্রাকনাশক ও প্রয়োগমাত্রা/লিটার পানিতে | ই-কৃষক

কার্যকরী ছত্রাকনাশক ও প্রয়োগমাত্রা/লিটার পানিতে

1. বোর্দ্দো মিক্সচার:
চুন+তুতে+পানি= ১০গ্রাম+১০গ্রাম+১লিটার
2 বোর্দ্দো পেষ্ট:
চুন+তুতে+পানি= ১০০গ্রাম+১০০গ্রাম+১লিটার
3. মেনকোজেব (ইনডোফিল/জাজ/ ডাইথেন এম/হেমেনকোজেব/নেমিসফোর/এগ্রিজেব/ মিডিয়া/ম্যাকজিডান/এডকোজেব/কাফা/ সিনমাজেব)–৩ গ্রাম
4. মেনকোজেব+কার্বেন্ডাজিম (কম্প্যানিয়ন/ কারজেব)–২ গ্রাম
5. মেনকোজেব+মেটালক্সিল (ম্যাটকো/ রিডোমিল গোল্ড/পদ্মামিল/নিউবেন/ ম্যানকোসিল/পপুলার/সানক্সসিল/ জিমেটালক্সিল/নাজা/মেটারিল)–২ গ্রাম
6. কার্বেন্ডাজিম ৫০ডব্লিউপি (ব্যাভিস্টিন/এমিস্টার টপ/জিমগার্ড/এমকোজম/গোল্ডাজিম/সিনডাজিম/ নোইন/সিডাজিম/আরবা/ গিলজিম/জেনুইন)–২গ্রাম/২মিলি
7. মেটালক্সিল ২৫ডব্লিউপি (মেটাটাফ/রিভাস/ এক্সট্রামিল)–২ গ্রাম/২মিলি
8. হেক্সকোনাজল ৫ ইসি (কনটাফ/ফলিকুর/ হেকোনাজল/কনজা/এনভিল/ক্রিজল/ সাবাব)–১ মিলি
9. ট্রাইসাইক্লাজোল ৭৫ডব্লিউপি (ট্রুপার/ ফিলিয়া/নাটিভো/টপসিন এম)–অনুমোদিত মাত্রায়
10. কপার অক্সিক্লোরাইড ৫০ডব্লিউপি (ব্লাইটক্স/ কুপ্রাভিট/সালটক্স/সলুকক্স/সানভিট/ব্লুকাপ/ অক্সিভিট–২-৪ গ্রাম
11. কপার হাইড্রোঅক্সসাইড (চ্যাম্পিয়ন/ডলফিন)–২ গ্রাম
12. মেনকোজেব+ফেনামিডন (সিকিউর)–১গ্রাম
13. প্রোপিনিবি+ইপ্রোভ্যালিকার্ব (মেলেডিডু)–২ গ্রাম
14. প্রোপিনিব ৭০ডব্লিউপি (এন্ট্রাকল)–৪ গ্রাম
15. প্রোপিকোনাজল ২৫০ইসি (প্রটাফ/টিল্ট/প্রাউড/পোটেন্ট/ইউনার/একোনাজল/প্রপীজল/সাদিদ/এভেন্স)–০.৫-১মিঃলিঃ
16. আইপ্রোডিন ৫০জি (রোভরাল/রোভানন/রোটান্ট)–২ গ্রাম
17. এডিফেনফস ৫০ ইসি (হিনোসান/এডিফেন)–১.৫মিঃলিঃ
18. মেনকোজেব+ডাইমেথোমর্ফ (ফোরাম/এক্রোবেট এমজেট)–২ গ্রাম
19. থায়োপিনেট মিথাইল (হোমাই/সিলিকা/টপসিন এম)–২ গ্রাম
20. ডাইকোনাজল ২৫০ইসি (ক্যাবরিওটপ/ স্কোর)–০.৫মিঃলিঃ
21. জাইনেব( ইন্ডোফিল)–২ গ্রাম
22. কার্বক্সিন+থিরাম২০০জি (ভিটাভেক্স)–২ গ্রাম

সূত্র: modern agriculture facebook page

 

Leave a Reply