৫০ কেজি ইউরিয়ার কাজ করবে এক কেজি জীবাণু সার | ই-কৃষক

৫০ কেজি ইউরিয়ার কাজ করবে এক কেজি জীবাণু সার

কৃষিপণ্যের ঊর্ধ্বমূল্যের বাজারে আশার আলো দেখাবে জীবাণু সার। ডাল জাতীয় শস্যের জমিতে এ সার ব্যবহার করলে ইউরিয়ার দরকার হবে না। পাশাপাশি ধানের জমিতে জীবাণু সার ব্যবহার করলে ইউরিয়া সারের সাশ্রয় হবে শতকরা ২৫ ভাগ। প্রায় ৫০ কেজি ইউরিয়া সারের কাজ করে দেয় মাত্র এক কেজি জীবাণু সার, যার উৎপাদন খরচ হয় মাত্র ৭৫ টাকা। বাংলাদেশের ধান ও ডাল জাতীয় শস্যের জমিতে জীবাণু সার প্রয়োগ করলে দেশের ইউরিয়া সারের আমদানিতে সাশ্রয় হবে কোটি কোটি টাকা। সার নিয়মিত তৈরি করতে সক্ষম মসুর ডালের শিকড়ে গুটি বা নডিউল সৃষ্টিকারী নতুন তিনটি ব্যাকটেরিয়ার শনাক্তকরণ ও নামকরণ করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) তথা বাংলাদেশকে নতুনভাবে বিশ্বের দরবারে পরিচিত করলেন বিজ্ঞানী ড. হারুন অর রশীদ। প্রায় ছয় বছর গবেষণার পর আবিষ্কৃত এ তিনটি ব্যাকটেরিয়ার নাম আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করেছেন বিনার এ সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা। আশার কথা হল ওই ব্যাকটেরিয়া দ্বারা তৈরি হবে জীবাণু সার। ফলে সাশ্রয় হবে ইউরিয়া সার। বৈজ্ঞানিক নামকরণের স্বীকৃতি প্রদানকারী আন্তর্জাতিক জার্নাল ইন্টারন্যাশনাল জার্নাল অব সিস্টেমিক অ্যান্ড ইভল্যুশনারি মাইক্রোবায়োলজিতে Rhizobium bangladeshense (R), Rhizobium binae (R) Ges Rhizobium lentis (R) হিসেবে এ তিনটি ব্যাকটেরিয়ার নাম প্রকাশিত হয়েছে। নামকরণের ব্যাপারে তিনি নিজের নামের পরিবর্তে দেশ ও বিনার নামকেই বেশি প্রাধান্য দিয়েছেন।

সূত্র: যুগান্তর ; এসএম আশিফুল ইসলাম, বাকৃবি থেকে | প্রকাশ : ২৭ জুলাই ২০১৫

Leave a Reply