এলাচের ঔষধি গুণ | ই-কৃষক

এলাচের ঔষধি গুণ

অধিকারী চ. মিঠু's photo.

এলাচ সুগন্ধিময় ঔষধি। মূল্যের দিক দিয়ে বিশ্বে এর অবস্থান তিন।

তরকারির স্বাদ বাড়াতে কিংবা স্বাস্থ্য সুরক্ষায় চমৎকার মসলার বীজ।

এতে রয়েছে ভিটামিন ‘এ’, ‘বি’ ও ‘সি’। প্রচুর প্রোটিন, স্বল্প মাত্রায় ফ্যাট, ভোলাটাইল অয়েল প্রভৃতি। আরো আছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস।

বুক জ্বালা কমিয়ে দিতে এর বিশেষ ভূমিকা রয়েছে।

লিভার, গলব্লাডারের সমস্যায় সমাধান আনে এ ভেষজ।

ক্ষুধা না লাগলে এলাচ মুখে পুরে নিন। অথবা খাওয়ার আগে এলাচ গুঁড়ো পানি দিয়ে খেয়ে নিন। খাবারের আগ্রহ বেড়ে যাবে।

পেটফাঁপা ভাব, পেট ব্যথা ও এসিডিটি দূর করতে সাহায্য করে এ ঔষধি।

কোষ্ঠকাঠিন্য দূর করতেও এলাচের কদর রয়েছে। হজমের সমস্যায় ভুগলে এলাচ খেয়ে যান।

শ্বাসকষ্ট, হৃদরোগের জন্য উপকারী ঔষধি এলাচ।

এলাচ দিয়ে চা খেলে অনেক ভালো লাগবে।
কাশি থেকে মুক্তি পেতে এ চায়ের জুড়ি মেলা ভার।

মাথাব্যথা থাকলে তাও পালাবে।
মুখের দুর্গন্ধ দূর করতে এলাচের মতো কার্যকর ভেষজ আর নেই।

একই সাথে এটি মুখ ও গলার ক্ষত সারাতে সহায়তা করে।

কিডনি থেকে বিষাক্ত উপাদান সরিয়ে দেয় এলাচ।

প্রসাবে সমস্যা হয়ে থাকলে এলাচ গুঁড়ো করে মধুর সাথে মিশিয়ে খেতে পারেন।

মূত্রবর্ধক ওষুধ এবং ভরপুর আঁশের কারণে এটা উচ্চরক্তচাপ কমিয়ে দেয়।

ব্যাকটেরিয়া, ভাইরাস কিংবা ফাঙ্গাসজনিত কোনো রোগ প্রতিরোধে বেছে নিতে পারেন এ অ্যান্টিসেপ্টিক।

ফাইটোনিউট্রিয়েন্টস ও অ্যাসেনশিয়াল অয়েল অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা ফ্রি রেডিক্যালস থেকে ত্বককে রক্ষা করে এবং বুড়িয়ে যাওয়া কমিয়ে দেয়।

রক্তের জমাটবদ্ধতা কাটিয়ে দেয় এলাচ।

হেঁচকি, খিঁচুনি রোধে এর ভূমিকা সুবিদিত।
অনেক পুষ্টিবিদের মতে, গর্ভবতী, ব্রেস্ট ফিডিং করছেন এমন মায়েরাসহ যাদের পিত্তথলি পাথরের সমস্যায় আক্রান্ত, তাদের এলাচ এড়িয়ে চলাই ভালো।

সূত্র: Modern Agriculture ফেইজবুক পেইজ

Leave a Reply