‘কৃষি সম্প্রসারণে সোশ্যাল মিডিয়ার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত | ই-কৃষক
webphoto

‘কৃষি সম্প্রসারণে সোশ্যাল মিডিয়ার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচলনের পর থেকে প্রতিদিনের যোগাযোগ আরো গতিশীল হয়ে উঠছে। এপ্রিল ২০১৬-এর তথ্য অনুযায়ী প্রতি মাসে শুধু ফেসবুকে প্রায় ১০ দশমিক ৬৫ বিলিয়ন ব্যবহারকারী সক্রিয় থাকে। বিশ্বে সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ছয় কোটি ২০ লাখ। সব বয়সের মানুষই সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কড ইন, ইনস্টাগ্রাম  ইত্যাদি ব্যবহারে উদ্বুদ্ধ হচ্ছে এবং প্রতিনিয়ত এর ব্যবহারের প্রবণতা বাড়ছে। বর্তমান সময়ে মানুষের দৈনন্দিন কার্যক্রম, তথ্যবিনিময়, মতামত প্রদানে সামাজিক যোগাযোগমাধ্যম কার্যকর ভূমিকা পালন করছে। বিশেষ করে কৃষি সম্প্রসারণ এবং পরামর্শ সেবাকে গতিশীল করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলো একটি সম্ভাবনাময় মাধ্যম হিসেবে কাজ করতে পারে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বিআইআইডির যৌথ উদ্যোগে কৃষি সম্প্রসারণ বিভিন্ন স্টেকহোল্ডারের জন্য আইসিটিভিত্তিক প্ল্যাটফর্ম পোর্টাল www.extension.org.bd উদ্বোধন করে। এই ওয়েবসাইটটি কৃষিতথ্য সম্প্রসারণ, জেন্ডার, জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য বিষয়ে তথ্যবিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরই ধারাবাহিকতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগে ২ জুন-২০১৬ তারিখে ‘কৃষি সম্প্রসারণে সোশ্যাল মিডিয়ার ভূমিকা’  শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মো. সেকান্দার আলী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্টের (বিআইআইডি) প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদ উদ্দিন আকবর। কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের চেয়ারম্যান ড. এম এম শফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ড. মো. মাহবুবুল আলম। কৃষি সম্প্রসারণে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর উপস্থাপনা প্রদান করেন বিআইআইডি প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদ উদ্দিন আকবর। ওপেন সেশনে অভিজ্ঞ শিক্ষকরা তাঁদের কৃষিতে সোশ্যাল মিডিয়ার ব্যবহারের গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরেন। এ ছাড়া আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন অত্র বিভাগের সম্মানিত শিক্ষক ও মাস্টার্সের শিক্ষার্থীরা। ntv online , ০৫ জুন ২০১৬, ১৩:২৮

Leave a Reply