আগামীর কৃষক, ই-কৃষক ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠানঃ সেরা দশ আইডিয়াদাতাদের সাথে এক্সচেঞ্জ প্রোগ্রাম | ই-কৃষক
sfsfclosing news

আগামীর কৃষক, ই-কৃষক ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠানঃ সেরা দশ আইডিয়াদাতাদের সাথে এক্সচেঞ্জ প্রোগ্রাম

বাংলাদেশ ইনস্টিটিউট অফ আইসিটি ইন ডেভেলপমেন্ট (বিআইআইডি) অত্যন্ত  আনন্দরে সাথে ‘আগামীর কৃষক, ই-কৃষক’ নামক সারা দেশব্যাপী আয়োজিত ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠান ঘোষণা করছে। এ অনুষ্ঠানে বিআইআইডিকে সহযোগিতা করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং গ্রামীনফোন। এই সমাপনী অনুষ্ঠানে বিআইআইডি সারাদিন ব্যাপী এক্সচেঞ্জ প্রোগ্রামের আয়োজন করে যেখানে সেরা দশ আইডিয়াদাতাকে মানিকগঞ্জের বায়রাতে স্মার্ট ভিলেজে নিয়ে যাওয়া হয়, সেখানে তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে দেখা করেন। এরপর বিজয়ীরা ই-কৃষক, স্থানীয় উদ্যোক্তা এবং সার্ভিস প্রোভাইডারদের  সাথে পরিচিত হন। এই এক্সচেঞ্জ প্রোগ্রাম শেষ হয় চ্যানেল আই এর ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠান পরিদর্শনের মাধ্যমে এবং তাদের জনপ্রিয় উপস্থাপক এবং সাংবাদিক জনাব শাইখ সিরাজের সাথে দেখা করার সুযোগ করে দেয়া হয়।

বিআইআইডি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও গ্রামীনফোন এর সহযোগিতায় প্রাথমিকভাবে দেশের ১০০টি স্থান থেকে তরুণ কৃষক ও কৃষিপণ্য ব্যবসায়ীদের অংশগ্রহণে আইডিয়া জমা হয়। এসব আইডিয়াগুলো থেকে সেরা ১০০টি আইডয়িা পুরষ্কৃত করা হয়। এছাড়াও অগ্রসর ৩ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও ৩ জন উদ্যোক্তা কে বিশেষ সম্মাননা দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য মন্ত্রী জনাব হাসানুল হক ইনু, এমপি। মো. শহীদ উদ্দিন আকবর, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিআইআইডি এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সীড এসোসিয়েশন এর সভাপতি আনিস-উদ-দৌলা, বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং) জিএম আবুজার, উপ-পরিচালক (আইসিটি ম্যানেজমেন্ট) ডঃ অনিল কুমার দাস এবং গ্রামীন ফোনের পরিচালক (যোগাযোগ) মি. মারকোস প্রমুখ।

Leave a Reply