সমস্যা: ফুলকপির চারা ধ্বসা রোগ | ই-কৃষক

সমস্যা: ফুলকপির চারা ধ্বসা রোগ

কৃষকের নাম: মোঃ রুবেল ফেরাজী, চরজামালপুর, বায়রা, সিঙ্গাইর, মানিকগঞ্জ। মোবাইল: 01737547757.

সমাধান:
আক্রান্ত জমিতে শস্য পর্যায় অবলম্বন করতে হবে। ১০০-১২৫ কেজি/একর হারে সরিষা খৈল প্রয়োগ করেও সুফল পাওয়া যায়। ঢলে পড়া চারা দেখা মাত্রই তুলে তা ধ্বংস করতে হবে।

পর্যাপ্ত পরিমাণে জৈব সার ও পরিমিত ইউরিয়া ব্যবহার করা। জমি সব সময় আর্দ্র বা ভিজা না রাখা এবং পানি নিকাশের ব্যবস্থা রাখা। শোধনকৃত বীজ বপন করা এবং রিডোমিল গোল্ড ডব্লিউজি (প্রতি লিটার পানিতে ৫ গ্রাম হারে) ব্যবহার করে বীজতলার মাটি শোধন করা যায়।

Leave a Reply