এগিয়ে যাচ্ছে ‘আগামীর কৃষক, ই-কৃষক’ ক্যাম্পেইন | ই-কৃষক
Adiabad2

এগিয়ে যাচ্ছে ‘আগামীর কৃষক, ই-কৃষক’ ক্যাম্পেইন

বিআইআইডি, স্থানীয় উদ্যোক্তা ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মাধ্যমে ‘আগামীর কৃষক, ই-কৃষক’ ক্যাম্পেইন এগিয়ে যাচ্ছে । ইতিমধ্যেই যশোর, ঠাকুরগাঁ, নরসিংদী, মানিকগঞ্জ, বাগেরহাটসহ দেশের বিভিন্ন স্থানে মোট ৬১ টি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে । এ ইভেন্টগুলোতে কৃষক রেজিস্ট্রেশানসহ ‘মোবাইল ফোন ও ইন্টারনেটের মাধ্যমে কৃষি বিষয়ক কি কি সেবা এবং কিভাবে পেতে চান’ শীর্ষক বেশ কিছু নতুন আইডিয়া পাওয়া যায় । এখানে উল্লেখ্য যে, প্রাপ্ত নতুন আইডিয়াগুলোর থেকে ১০০টি কার্যকর আইডিয়াকে পুরস্কৃত করা হবে এবং পুরস্কারপ্রাপ্ত প্রথম ১০ জনের আইডিয়াকে প্রফাইলিং করা হবে । বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও গ্রামীণ ফোনের সহযোগিতায় বিআইআইডি এই কার্যক্রমকে পরিচালনা করছে ।

Leave a Reply