টপ নিউজ | ই-কৃষক | Page 2

Category Archives: টপ নিউজ

OLYMPUS DIGITAL CAMERA

“আগামীর কৃষক, ই-কৃষক” ক্যাম্পেইন চলছে

কৃষি কাজে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে সারাদেশে চলছে “আগামীর কৃষক, ই-কৃষক” ক্যাম্পেইন।

এই ক্যাম্পেইনে মূলতঃ কৃষকদের সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং “মেবাইল ও ইন্টারনেট ভিত্তিক কি ধরনের সেবা কৃষির উন্নয়নে সহায়ক ভুমিকা রাখতে পারে” এ বিষয়ে কৃষকদের কাছ থেকে আইডিয়া/ধারনা গ্রহন করা হবে এবং ভালো আইডিয়া/ধারনা প্রদানকারীকে পুরস্কৃত করা হবে।

ক্যাম্পেইনটি ১৭ই জুন, ২০১৪ইং তারিখ শুরু হয়েছে এবং এর লক্ষ্য বাংলাদেশের ১০০ স্থানে ১ লক্ষ কৃষকের কাছে পৌছানো। ইতোমধ্যে ১৮ই জুন, ২০১৪ইং তারিখ হতে ৮ নভেম্বর, ২০১৪ইং তারিখ পর্যন্ত ৬১ টি স্থানে অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পেইনটি মূলত হাট এবং কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে যেখানে স্থানীয় সরকার প্রতিনিধি, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি পন্যের খুচরা বিক্রেতা, স্থানীয় উদ্যোক্তা, কলেজের প্রিন্সিপাল সহ প্রমুখ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক কৃষক এবং ছাত্র-ছাত্রী এতে অংশগ্রহন করে, তাদেরকে ক্যাম্পেইনের উদ্দেশ্য সম্পর্কে অবহিত করা হয় এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে কিভাবে কৃষকদের সেবা দেওয়া সম্ভব এই সম্পর্কিত আইডিয়া/ধারনা প্রদানে উৎসাহিত করা হয়।

gp-flash

“আগামীর কৃষক ই-কৃষক” কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান

কৃষি খাতে তথ্য প্রযুক্তির (ইন্টারনেট, মোবাইল ফোন প্রভৃতি) ব্যাবহর বৃদ্ধির মাধ্যমে কৃষক, ক্ষুদ্র ব্যাবসায়ী, সম্প্রসারণ কর্মকর্তা, সার/বীজ/কীটনাশক বিক্রেতা ও সংশ্লিষ্ট সকলের জীবনমান উন্নয়নের লক্ষে বিআইআইডি, গ্রামীন ফোন এবং বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় কৃষি সম্প্রসারন অধিদপ্তর যৌথ ভাবে “আগামীর কৃষক, ই-কৃষক কর্মসূচী” গ্রহন করেছে। গত ১৭ই জুন, ২০১৪, সকাল ১০:০০ ঘটিকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল(BARC), ফার্মগেট, ঢাকা এর অডিটরিয়ামে উক্ত প্রচারণা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিটিআরসির চেয়ারম্যান জনাব সুনীল কান্তি বোস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের আইসিটি ডিভিশনের সচিব জনাব মো: এন, আই, খান, কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব জনাব আনোয়ার ফারুক, গ্রামীন ফোন এর জনাব আরল্যান্ড প্রেস্ট গার্ড, এফএও এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ জনাব মাইক রবসোন, এসিআই এর ডা. এফ এইচ আনসারি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তারের ICT4D এর ডিরেক্টর ড. অনিল দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআইআইডি এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শহিদ উদ্দীন আকবর।কৃষকদের তথ্য প্রযুক্তির ব্যাবহারে উদ্ধুদ্ধ করার লক্ষে এই কর্মসূচী হাতে নেয়া হয়েছে। “আগামীর কৃষক, ই-কৃষক” এমন একটি কর্মসূচী যার উদ্দেশ্য হলো সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও আইডিয়া উদ্ভাবনের মাধ্যমে কৃষি খাতে তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃষক ও সংশ্লিষ্ট সকলের জীবন মান উন্নয়নে সহায়তা করা। আগামী তিন মাস ব্যাপী দেশের ১০০টি স্থানে এই প্রচারণা চালানো হবে যার মাধ্যমে কৃষকেরা মোবাইল ও ইন্টারনেট ব্যাবহার করে কিভাবে কৃষিতে সফলতা আনা যায় সেই ব্যাপারে উদ্ভাবনী পরিকল্পনা প্রদানের একটি প্রতিযোগিতায় অংশ নিবে। আশা করা হচ্ছে তথ্য প্রযুক্তির সেবা গ্রহন থেকে পিছিয়ে পড়া কৃষক জনগোষ্ঠী কৃষিকাজে সফলতা আনতে অনুপ্রাণীত হবে।

DCCI

BIIDএর উদ্যোগে রংপুরে নুতন উদ্যোক্তাদের নিয়ে “উদ্যোক্তা উন্নয়ন” শীর্ষক কর্মসুচী উদ্বোধন

বাংলাদেশ ইনস্টিটিউট অফ আইসিটি ইন ডেভেলপমেন্ট (বিআইআইডি) এর উদ্যোগে VSO এরসহযোগীতায় রংপুরের পায়রাবন্দে নুতন উদ্যোক্তাদের নিয়ে উদ্যোক্তা উন্নয়ন” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটির প্রধান উদ্দেশ্য ছিল ব্যাংকিং খাতসহ অন্যান্য অর্থ ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে নুতন উদ্যোক্তাদের একটি সেতুবন্ধ তৈরী করা যাতে নুতন উদ্যোক্তাগন ব্যবসা ক্ষেত্রে তাদের নুতন চিনন্তাগুলো (নুতনআইডিয়া) কাজে লাগাতে সহয়তা ও সহযোগীতা পেতে পারেন।

সোনালী ব্যাংক লি: এর মহা-ব্যাবস্থাপক জনাব এ এফ এম আলী আসগর কর্মশালাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি নুতন উদ্যোক্তা এবং ক্ষুদ্র ব্যাবসায়ীদের জন্য যেসকল ব্যাংকিং সুযোগ-সুবিধা রয়েছে তার উল্লেখ করেন। তিনি SME ঋন বিষয়ে গুরুত্ব আরোপ করে বলেন যে, এটি নুতন ও কম সুবিধাভোগী ক্ষুদ্র ব্যাবসায়ের লক্ষে করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব ফিরোজ আহমেদ তার বক্তব্যে কৃষি খাতকে ব্যবসা খাতে রূপান্তরের যে সুযোগ সমুহ রয়েছে এবং কিভাবে একটি টেকসই ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে উদ্যোক্তাগন কৃষি খাতের ব্যাবসায়ে সফল হতে পারেন তা ব্যাখ্যা করেন।

BIID এর প্রধান নির্বাহী জনাব মো: শহীদ উদ্দিন আকবর মূলপ্রবন্ধ পাঠ করেন এবং সভা পরিচালনা করেন। কর্মশালাটিতে বিভিন্ন ব্যাংক, অর্থ ও সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগন ও বিপুলসংখ্যক স্থানীয় আগ্রহী উদ্যোক্তা উপস্থিত ছিলেন। কর্মশালাটিতে বিভিন্ন আলোচনায় উদ্যোক্তাগন যাতে ব্যাবসায় অর্থায়নের দিকে মনোযোগ সীমাবদ্ধ না রেখে সঠিক ও কার্যকর ব্যবসা পরিকল্পনায় বেশী দৃষ্টি দেন সে বিষয়ে মতামত দেয়া হয়। বক্তাগন উদ্যোক্তাদেরকে ক্ষুদ্র ব্যবসায়ের জন্য প্রচলিত ঋণ ব্যবস্থায় তরুন উদ্যোক্তাদের জন্য ঋন কর্মসূচী, ঋণ পাওয়ার যোগ্যতা ও উদ্যোক্তাদের ইতিবাচক মনোভাবের উপর ও গুরুত্বারোপ করেন।

কর্মশালাটি আয়োজন করার ক্ষেত্রে পায়রাবন্দ জনকল্যান উন্নয়ন সংস্থা (পিজেকেইউএস) বিআইআইডি এর সহযোগী ছিলেন। অ্রনুষ্ঠানে ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রতি স্থানীয় ও জাতীয় পর্যায়ে তরুন উদ্যোক্তাদের জন্য নুতন আর্থিক পণ্য উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং প্রশিক্ষন কর্মশালা পরিচালনার জন্য আহবান জানানো হয়।